১২ বছরের ছোট স্যামের সঙ্গে বাগদান সারলেন ব্রিটনি

১২ বছরের ছোট স্যামের সঙ্গে বাগদান সারলেন ব্রিটনি

বিনোদন ডেস্ক :

দীর্ঘদিনের ছেলেবন্ধু স্যাম আসগারির সঙ্গে নতুন সম্পর্কে বাধা পড়েছেন মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। হাতে রিং পরে আছেন ব্রিটনি এমন একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ৩৯ বছর বয়সি মার্কিন এ পপ তারকা। দুজন বাগদান সেরে নিয়েছেন। স্যামের বয়স এখন ২৭ বছর। অর্থাৎ ব্রিটনির চেয়ে স্যামের বয়সের ব্যবধান ১২ বছর। ফিটনেস ট্রেনার ও অভিনেতা আসগারিও ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে ব্রিটনির হাতে রিং পরা ছিল এবং তারা অন্তরঙ্গ অবস্থায় ফ্রেমবন্দি হন। আসগারির ম্যানেজার ব্র্যান্ডন কোহেন বাগদানের বিষয়টি পিপল ম্যাগাজিনকে নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *