অনলাইন ডেস্ক :
প্রায় ১৩ বছর পর অভিনয়ে ফিরছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ফাখরুল আরেফীন খানের নতুন সিনেমা ‘নীল জোছনা’র মাধ্যমে তিনি অভিনয়ে ফিরছেন। সরকারী অনুদানের সিনেমাটি নির্মিত হয়েছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে। শাওন সর্বশেষ অভিনয় করেছিলেন ২০১১ সালে হুমায়ূন আহমেদের নাটক ‘স্বর্ণ কলসে’। তারপর আর অভিনয় করেননি শাওন। শাওন বলেন, গল্প ও চরিত্র পছন্দ হয়েছে বলে আরেফীনের সিনেমায় কাজ করছি। আশা করছি, ভালো একটি কাজ হবে। আরেফীন খান বলেন, যখন থেকে এই সিনেমার চিত্রনাট্য লিখেছি, ঠিক সেই সময়ই মনে হয়েছে, সিনেমাটির চরিত্র জয়া হকের জন্য মেহের আফরোজ শাওন মানানসই। সেই জায়গা থেকে তার সঙ্গে যোগাযোগ করি এবং তিনি চিত্রনাট্য দেখে সিনেমায় অভিনয়ের জন্য রাজি হন। সিনেমাটি নিয়ে কাজ করছিলাম প্রায় ৬ বছর আগে থেকে। আমার ধারণা, প্যারাসাইকোলজি নিয়ে এর আগে বাংলাদেশে কোনো কাজ হয়নি।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Binodonmail.com