অনলাইন ডেস্ক :
বলিউডের শীর্ষ তারকা অভিনেত্রী কাজল। সম্প্রতি ১৪ বছর ধরে বয়ে বেড়ানো যন্ত্রণার কথা প্রকাশ্যে আনলেন তিনি। আর তা বাবাকে হারানোর বেদনা ছাড়া আর কিছুই নয়। অভিনেতা অজয় দেবগনের সঙ্গে সুখেই আছেন এ অভিনেত্রী। এরপরও বাবা সোমু মুখার্জির অনুপস্থিতি তাকে ১৪ বছর ধরে কুড়ে কুড়ে খাচ্ছে।
গত ১০ এপ্রিল ছিল কাজলের বাবার মৃত্যুবার্ষিকী। দিনটি উপলক্ষ্যেই বাবার স্মৃতিচারণ করলেন কাজল। তিনি জানালেন, আজও বাবাকে হারানোর যন্ত্রণা তাড়া করে তাকে। সম্প্রতি কাজলের এক পোস্টে তার এই যন্ত্রণা ফুটে উঠেছে। ‘ডিডিএলজে’ তারকা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাবার সঙ্গে তার একটি ছবি পোস্ট করেছেন।
ছবির ক্যাপশনে কাজল লিখেছেন, ‘১৪ বছর আগে তুমি আমাকে ছেড়ে চলে গেছ। মনে হচ্ছে যেন আজকের ঘটনা। তোমাকে মিস করি। সব সময় তোমার ছোট্টটি হয়ে থাকব।’