অনলাইন ডেস্ক :
এ পর্যন্ত ১৫ বার বউ সেজেছেন ঢাকায় ছবির নায়িকা দীঘি। শুক্রবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পেজ থেকে দীঘির বধূ সাজের নতুন ছবি ছবি শেয়ার করা হয়েছে।
তবে শুক্রবারে বউ সাজে নতুন ছবি দেখে গণমাধ্যমকর্মীরাযোগাযোগ করা করে জানতে চান এই নিতে কতবার বউ সাজলেন? দীঘি হেসে উত্তর দিলেন এটা আমার ১৫ তম ব্রাইডাল শুট! জানা যায়, মিরর ম্যাগাজিনের জন্য এই ব্রাইডাল শুট করেছেন দীঘি। তবে দীঘির যে বউ সাজতে ভালো লাগে সেটা তার অনুসারীদের সবারই জানা। এর আগে গণমাধ্যমেও বলেছিলেন তিনি। দীঘি তখন বলেন, আসলে আমাকে দিয়ে ব্রাইডাল শুট বেশি করানো হয়। তাই ব্রাইডাল শুট করতে করতে বউ সাজার প্রতি এক ধরনের ভালো লাগা তৈরি হয়েছে। বউ সাজতে ভালোই লাগে। সেই ভালো লাগা থেকেই ক'দিন পর পরই বধূ সাজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করেন দীঘি। বধূ সাজে টিকটকে ভিডিও শেয়ারও করেন এই অভিনেত্রী।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Binodonmail.com