বিনোদন ডেস্ক :
হলিউড গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের সঙ্গে সম্পর্ক ছেদের পর জেনিফার গার্নারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বেন অ্যাফ্লেক। সেই জেনিফার গার্নারের সঙ্গে বিচ্ছেদের পর আবার জেনিফার লোপেজের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন বেন অ্যাফ্লেক। কয়েকমাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, ১৬ বছর পর ফের সম্পর্কে জড়িয়েছেন প্রাক্তন যুগল। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের অন্তরঙ্গ ছবি পোস্ট করে বিষয়টি স্বীকার করে নিয়েছেন তারা। গত মে মাসে হলিউডের একসময়ের বহুল চর্চিত এই জুটিকে শহরের বাইরে ছুটি কাটাতে দেখা যায়। সেই ঘটনা দু’মাস পেরিয়ে যাওয়ার পর জেনিফার লোপেজ নিজের জন্মদিনে তাদের প্রেমের গুঞ্জনে সিলমোহর দিলেন। শনিবার ৫২ বছরে পা দিলেন গায়িকা। জন্মদিন উপলক্ষে রবিবার তিনি তার টুইটারে কয়েকটি ছবি দিলেন নিজের। তার মধ্যেই ফুটে উঠল বেন ও তার অঙ্গরঙ্গ ছবি।