অনলাইন ডেস্ক :
নয় মাস পর দেশে ফিরছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। এই দীর্ঘ সময় তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছিলেন।
শনিবার (১৩ আগস্ট) সকালে শাকিব খান জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে ১৭ আগস্ট দুপুর ১২টায় ঢাকায় ল্যান্ড করব। এত লম্বা সময় কোথাও ছিলাম না, দারুণ এক ভালোলাগা কাজ করছে। গত বছরের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। নয় মাসের এই প্রবাসজীবনে শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে ৪৩তম জন্মদিনে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দিয়েছেন; নায়িকা মার্কিন নবাগত অভিনেত্রী কোর্টনি কফি। নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে জমকালো আয়োজনে সিনেমাটির মহরত হয়।