১৭ জুন মুক্তি পেতে যাচ্ছে নিরব-মিথিলা অভিনীত ‘অমানুষ’

১৭ জুন মুক্তি পেতে যাচ্ছে নিরব-মিথিলা অভিনীত ‘অমানুষ’

অনলাইন ডেস্ক :

আগামী ১৭ জুন মুক্তি পেতে যাচ্ছে নিরব-মিথিলা অভিনীত সিনেমা ‘অমানুষ’। গত বছর এপ্রিলে এই ছবির শুটিং শুরু হয়। ইতিমধ্যে এ ছবির শুটিংও শেষ হয়েছে। সত্য ঘটনা অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন বলে জানান ছবিটির পরিচালক অনন্য মামুন।

ছবিতে ওসমান ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন নিরব। প্রথমবার একজন দুর্ধর্ষ ডাকাতের চরিত্রে অভিনয় করছেন তিনি। এই চরিত্রে অভিনয় করতে গিয়ে তার মাথার চুল ফেলে দিতে হয়েছে।

নিরব বলেন, চরিত্রটির জন্য আমাকে যথেষ্ট প্রস্তুতি নিতে হয়েছে। মাথার চুল ছেঁটে ফেলতে হয়েছে। পোশাকেও পরিবর্তন আনতে হয়েছে। এই নিরবকে দর্শক আগে কখনই দেখেনি। তিনি আরও বলেন, সিনেমার প্রায় পুরোটাই ঢাকার বাইরে শুটিং হয়েছে। যার বেশিরভাগই বান্দরবানের গহীন জঙ্গলে। রাত-দিন জঙ্গলেই ঘুমিয়েছি-শুটিং করেছি। গল্প ও লোকেশন বৈচিত্র্যের কারণে দর্শক সিনেমাটি দেখে উপভোগ করবে।

এদিকে নিরবের বিপরীতে এই ছবিতে অভিনয় করছেন জনপ্রিয় মডেল অভিনেত্রী মিথিলা। বাংলা সিনেমার দর্শকরা এই জুটিকে প্রথমবার সিনেমা পর্দায় দেখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *