বিনোদন :
স্থগিত করা হয়েছে মিস ওয়ার্ল্ডের ফাইনাল। মিস ওয়ার্ল্ডের ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের যথানিয়মে করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে প্রতিযোগীসহ ১৭ জনের আসে করোনা পজিটিভ। এজন্য তাৎক্ষণিক আয়োজনটি স্থগিত করা হয়। তবে আগামী ৯০ দিনের মধ্যেই এটা সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। গতকাল বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) থেকে পুয়ের্তো রিকোতে শীর্ষ ১০ জনকে নিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনায় আক্রান্ত প্রতিযোগীদের মধ্যে রয়েছেন- ভারতের মানাসা বারাণসীও। তিনি মিস ইন্ডিয়া খেতাব জয় করে চূড়ান্ত পর্বের জন্য পুয়ের্তো রিকোয় গেছেন। বর্তমানে তিনি সেখানে আইসোলেশনে রয়েছেন। এরই মধ্যে মিস ওয়ার্ল্ডের ফাইনাল রাউন্ডে গেছেন ভারতের মানাসা। তাকে ঘিরেও দেশটির মানুষের প্রত্যাশার পারদ চড়েছে। সবাইকে টপকে তিনি এ খেতাব জিতে নিতে পারেন কিনা, সেটা সময়ই বলে দেবে। উল্লেখ্য, ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড হয়েছিলেন ভারতের মানুষী ছিল্লার। প্রসঙ্গত, এ বছর মিস ইউনিভার্স খেতাব জিতেছেন ভারতের তরুণী হারনাজ সান্ধু। তাকে ঘিরে এখন বিশ্বজুড়ে আলোচনা। তার হাত ধরে মিস ইউনিভার্স খেতাবটি ২১ বছর পর ভারতে এসেছে।