১৯ নভেম্বর ঢাকা ক্লাবে ট্রাব অ্যাওয়ার্ড-২০২১

১৯ নভেম্বর ঢাকা ক্লাবে ট্রাব অ্যাওয়ার্ড-২০২১

নিউজ ডেস্ক :

১৯ নভেম্বর ঢাকা ক্লাবে ট্রাব অ্যাওয়ার্ড-২০২১ প্রদান
টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আগামী ১৯ নভেম্বর ২০২১ শুক্রবার বিকেল ৫টায় ঢাকা ক্লাব স্যামসং এইচ চৌধুরী মিলনায়তনে জুরীমন্ডলীর মূল্যায়নে শ্রেষ্ঠত্বের বিচারে চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, মঞ্চনাটক, যাত্রা, নৃত্য ও সাংবাদিকতা বিভাগে ট্রাব অ্যাওয়ার্ড-২০২১ প্রদান করবে। পুরস্কারকে স্বচ্ছ, জবাবদিহিতামুলক করতে বিভিন্ন বিভাগে বিচারকমন্ডলী সমন্বয়ে জুরীবোর্ড গঠন করা হয়েছে।

সাংবাদিকতা বিভাগের জুরীবোর্ডের চেয়ারম্যান বরেণ্য সাংবাদিক, বাংলাদেশ সংবাদ সংস্থার উপ-প্রধান বার্তা সম্পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি ওমর ফারুক, সদস্য সচিব, সোহেল হায়দার চৌধুরী, চলচ্চিত্র জুরীবোর্ডের চেয়ারম্যান-সাংবাদিক অরুন চৌধুরী, সদস্য সচিব কামরুল হাসান দর্পণ, টিভি জুরী বোর্ডের চেয়ারম্যান সাংবাদিক তাপস রায়হান, সদস্য সচিব বাবুল হৃদয়, সংগীত ও নৃত্য জুরীবোর্ডের চেয়ারম্যান কবি হাসনাইন সাজ্জাদী, সদস্য সচিব মাসুম আহাম্মদ, মঞ্চনাটক জুরীবোর্ডের চেয়ারম্যান মঞ্চসারথী আতাউর রহমান, সদস্য সচিব ড. চঞ্চল সৈকত। প্রতিটি জুরীবোর্ডে কয়েকজন সদস্য রয়ছেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। ট্রাব অ্যাওয়ার্ড-২০২১ সফল করার জন্য ট্রাব অ্যাওয়ার্ড উদযাপন কমিটির চেয়ারম্যান সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, সদস্য সচিব দেওয়ান হাবিবুর রহমান, ট্রাব সভাপতি সালাম মাহমুদ সাধারণ সম্পাদক অন্জন রহমান সকল মহলের সহযোগীতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *