নির্মাতা প্রসূন রহমানের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঢাকা ড্রিম’ মুক্তি পাচ্ছে ২২শে অক্টোবর। সম্প্রতি সিনেমাটির ট্রেইলারও প্রকাশ করা হয়েছে। প্রসূন রহমান জানান, আভ্যন্তরীণ বাস্তুচ্যুতি, জীবিকার প্রয়োজন ও উন্নত জীবনের আশায় নগরমুখী হওয়া প্রান্তিক মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প নিয়ে নির্মিত স্বাধীনধারার চলচ্চিত্র এটি। এতে অভিনয় করেছেন- ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শাহরিয়ার ফেরদৌস সজীব, আনোয়ার হোসেন চৌধুরী, জয়ীতা মহলানবীশ, পূর্ণিমা বৃষ্টি, নাইরুজ সিফাত, সায়মা নীরা, সায়কা আহমেদ, সুজাত শিমুল, ইকবাল হোসেন, আরশ খান, ফজলুল হক, আক্তার হোসেন, জামাল রাজা, আর এ রাহুল, ফারুক আহমেদ, শরিফুল আজম পিন্টু, এস এম মহসিনসহ আরও অনেকে। কুমার বিশ্বজিতের সুর ও সংগীত পরিচালনায় এ চলচ্চিত্রে দুটি গান রয়েছে। প্রয়াত শিল্পী বারী সিদ্দিকী ও মমতাজ গান দুটিতে কণ্ঠ দিয়েছেন।