বিনোদন ডেস্ক :
প্রসূন রহমান পরিচালনা করেছেন ‘ঢাকা ড্রিম’। ছবিটি গত ফেব্রুয়ারিতে সেন্সর ছাড়পত্র পেয়েছিল। কথা ছিল শুক্রবার (৮ অক্টোবর) মুক্তি পাবে ‘ঢাকা ড্রিম’। তবে সেটি পিছিয়ে আসছে (২২ অক্টোবর) মুক্তির তারিখ ঠিক করা হয়েছে। মুক্তির তারিখ পেছানোর তথ্যটি নিশ্চিত করেছেন প্রসূন রহমান নিজেই। ‘ঢাকা ড্রিম’র গল্পে রয়েছে যৌনকর্মী, ছাত্র, স্বল্পশিক্ষিত বেকার, অন্ধ ভিক্ষুক, স্বামী পরিত্যক্তা নারী, খুনি, রিকশাচালক, নরসুন্দর, রিয়েলিটি শোর প্রতিযোগী এবং নদীভাঙনে গৃহহারা পরিবারের ছায়া। যারা প্রত্যেকেই দেখছে গ্রাম থেকে জাদুর শহর ঢাকায় আসার স্বপ্ন- যার যার অবস্থান থেকে।