অনলাইন ডেস্ক :
মুক্তি পেয়েছে এসএস রাজামৌলি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আর আর আর’। একই সঙ্গে প্রায় আট হাজার পর্দায় মুক্তি পেয়েছে এটি। সিনেমাটিতে অভিনয় করেছেন ভারতের দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর, রাম চরণ। আরও রয়েছেন আলিয়া ভাট ও অজয় দেবগণ। ক্তির প্রথম দিনেই হইচই ফেলে দিয়েছে ছবিটি। তাই চড়া মূল্যে বিক্রি হচ্ছে ছবিটির টিকেট। দিল্লিতে বেশ কিছু জায়গায় এই ছবির টিকিট বিক্রি হচ্ছে প্রায় ২১০০ রুপিতে। তাতেও নাকি টিকেট পাচ্ছেনা না অনেকেই। এক পোর্টালের বরাতে বলিউড হাঙ্গামার খবর, চাহিদা থাকায় কোথাও কোথাও ২১০০ রুপিতেও (বাংলাদেশি মুদ্রায় ২৩০০ টাকার বেশি) বিক্রি হচ্ছে ‘আরআরআর’ সিনেমার টিকিট। তেলেগুর সিনেমা হলে এই সিনেমার থ্রিডি সংস্করণের জন্য টিকিটের দাম ১৩২০ রুপি রাখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, উদ্বোধনী দিনের আয়ে রেকর্ড ভাঙতে যাচ্ছে ‘আরআরআর’। টিকেটের এমন অস্বাভাবিক দামের জন্য এই ছবির বিশাল বাজেটকে অনায়াসেই দায়ী করা যায় বলে মনে করছেন ট্রেড অ্যানালিস্টরা!