
বিনোদন ডেস্ক :
কলকাতার জনপ্রিয় পরিচালক জয়দীপ রাউত। গেল রোববার (৩১ অক্টোবর) ফেসবুকে তার নতুন ওয়েব সিরিজ ‘অলৌকিক’ এর নায়িকার চরিত্রে অভিনয় করা কথা নন্দির সাথে নিজের একটি অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশ করেন। ফেসবুকে পোস্টর পর বিষয়টি সবার নজরে আসে। কিন্তু ব্যাপারটি নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন একই সিরিজে কাজ করা টলিউড অভিনেতা রাহুল ব্যানার্জিও। জয়দীপের স্ট্যাটাসের একটি স্ক্রিনশট দিয়ে রাহুল লেখেন, ‘অনেক দিন চুপ করে থাকার পর আজ লিখতে বাধ্য হচ্ছি। নিচের যে ছবিটা দেখছেন তা জয়দীপ রাউতের। ‘অলৌকিক’ ওয়েব সিরিজে কাজ করতে গিয়ে ওদের সম্পর্ক আছে তা জানতে পারি। কথা ও জয়দীপের বয়সের ব্যবধান ২৩ বছর। কিন্তু প্রেমের সামনে বয়স তুচ্ছ হয়ে যায়, তাই মাথা ঘামাইনি। কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস ও কথার সঙ্গে নিজের অন্তরঙ্গ ছবি শেয়ার করছে, ডিজিটাল শেমিং করছে। মেয়েটির ভবিষ্যৎ দুর্বিষহ করে তুলছে। ভেবেছিলাম এই কাদাতে ঢুকবো না। কিন্তু নিজের থেকে আড়াই দশকের ছোট মেয়েকে দিনের পর দিন অত্যাচার করবে এটা কতদিন মুখ বুজে সহ্য করা যায়? এই অমানুষটিকে চিনে রাখুন।’