
অনলাইন ডেস্ক :
করণ জোহরের সঙ্গে সালমান খান প্রথম ও শেষ কাজ করেছেন ১৯৯৮ সালে। ২৫ বছর পর ফের এক হচ্ছেন তারা। খবর ইন্ডিয়া টুডের।
মঙ্গলবার (২৮ নভেম্বর) ছবির নাম ঘোষণা করা হয়েছে। বিষ্ণুবর্ধন পরিচালিত এবং করণ জোহর প্রযোজিত এই ছবিটির নাম ঠিক হয়েছে ‘দ্য বুল’। শোনা যাচ্ছে, সত্য ঘটনার ওপর নির্ভর করেই সিনেমার গল্প লেখা হয়েছে।
জানা গেছে, ১৯৮৮ সালে মালদ্বীপের মালেতে হওয়া জঙ্গি হামলার ওপর ভিত্তি করে ‘দ্য বুল’র গল্প লেখা হয়েছে। যেখানে সালমানকে দেখা যাবে একজন প্যারামিলিটারি অফিসারের ভূমিকায়। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে ছবির শুটিং শুরুর কথা।
সব ঠিক থাকলে ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে এটি। সেই অনুযায়ী চলছে প্রস্তুতি। এদিকে সালমানের ঘনিষ্ঠ মহল সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এই ছবির জন্য নাকি ভাইজান টানা কয়েকমাস বুক করে রেখেছেন। ফেব্রুয়ারি থেকে আগস্ট অবধি শুট করবেন। তার আগে শারীরিক প্রস্তুতি নেওয়া শুরু করেছেন।