
অনলাইন ডেস্ক :
তামিল সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের প্রজেক্ট হতে যাচ্ছে ‘কুলি’, যেখানে মুখ্য চরিত্রে আছেন রজনীকান্ত। লোকেশ কানাগরাজ পরিচালিত এই মেগা অ্যাকশন থ্রিলারের জন্য রজনীকান্ত নিচ্ছেন ২৮০ কোটি রুপি, যা তাকে এশিয়ার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করছে।
পরিচালক লোকেশ নিজেও পারিশ্রমিক বাড়িয়ে নিচ্ছেন ৬০ কোটি রুপি। সিনেমাটিতে আরও রয়েছেন তেলুগু সুপারস্টার নাগার্জুনা আক্কিনেনি, যিনি ‘সাইমন’ চরিত্রে অভিনয় করবেন এবং পারিশ্রমিক পাবেন ২৪ কোটি। বিশেষ একটি চরিত্রে বলিউড তারকা আমির খান থাকবেন, যার পারিশ্রমিক ২৫-৩০ কোটি রুপি।
একটি গানে পূজা হেগড়ে ক্যামিও করবেন, পারিশ্রমিক ২ কোটি। সিনেমায় শ্রুতি হাসান, সত্যরাজ ও উপেন্দ্র রাও-ও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন।
সান পিকচার্স প্রযোজিত এবং অনিরুদ্ধ রবিচন্দ্রন সুরারোপিত ‘কুলি’ ইতিমধ্যেই বিশাল প্রোমো দিয়ে আলোচনায়। প্রোমোতে রজনীকান্তের দুর্দান্ত লুক প্রকাশ পেয়েছে এবং শুরু হয়েছে ১০০ দিনের মুক্তির কাউন্টডাউন। সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ১৪ আগস্ট।