২৯২ বার ‘স্পাইডার-ম্যান’ সিনেমা দেখলেন এই তরুণ

২৯২ বার ‘স্পাইডার-ম্যান’ সিনেমা দেখলেন এই তরুণ

অনলাইন ডেস্ক :

‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’ মুক্তি পাওয়ার পর থেকে এ পর্যন্ত ২৯২ বার দেখে রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার রামিরো আলানিস নামের এক তরুণ। আর এমন কাণ্ড করে রীতিমতো গিনেস বুকেও নাম লিখিয়েছেন তিনি। গত বছরের ১৬ ডিসেম্বর উদ্বোধনী প্রদর্শনী থেকেই সিনেমাটি দেখা শুরু করেন আলানিস। দিনে পাঁচটি করে শো দেখেছেন তিনি। এতে তাঁর খরচ হয়েছে ৩ হাজার ৪০০ ডলার (প্রায় ২ লাখ ৯৩ হাজার টাকা)।

গিনেস বুকে নাম লেখানোর শর্ত হলো ছবির প্রদর্শনী শুরুর পর থেকে ক্রেডিট লাইন দেখানো শেষ না হওয়া পর্যন্ত কোনো কাজে যুক্ত হতে পারবেন না তিনি। এমনকি টয়লেটেও যেতে পারবেন না। রামিরো সেসব মেনেছেন, এই মর্মে একটি লিখিত বিবৃতিও দিয়েছে সিনেমা হলগুলো। এর আগে ২০১৯ সালে একজন দর্শক ১৯১ বার ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ দেখে রেকর্ড করেছিলেন। ২০২১ সালের সেই রেকর্ড ভেঙে ২০৪ বার ফরাসি ফ্যান্টাসি সিরিজ ‘কামেলো: দ্য ফার্স্ট চ্যাপ্টার’ দেখেন এক দর্শক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *