
অনলাইন ডেস্ক :
বলিউডে ৩৪ বছর কাটিয়ে দিলেন সালমান খান। ১৯৮৮ সালের ২৬ আগস্ট ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন ভাইজান।
তাই ২৬ আগস্টের বিশেষ দিনে নতুন সিনেমার নাম ঘোষণা করলেন এই সুপারস্টার। সালমানের নতুন সিনেমার নাম, ‘কিসি কা ভাই… কিসি কি জান’। নতুন সিনেমার এক ঝলকের সঙ্গে ভক্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সালমান লেখেন, ৩৪ বছর আগেও ছিল ‘এখন’ এবং ৩৪ বছর পরেও ‘এখন’… আমার জীবনের সফর শুরু হয়েছিল, যখন আমার কিছু ছিল না এবং দুটি শব্দে এসে পৌঁছেছে ‘এখন’ এবং ‘এখানে’। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। ভিডিওতে সালমান তার নতুন সিনেমা লুকও দেখিয়েছেন কিছুটা। যেখানে লম্বা চুলে রোদ চশমায় ভাইজান নজরকাড়া। শোনা যাচ্ছে, তার এই সিনেমায় দেখা মিলবে অ্যাকশন, কমেডি, ড্রামা ও রোমান্স।