বিনোদন ডেস্ক :
অবশেষে বহুল প্রতীক্ষিত পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পাচ্ছে আগামী ৩ ডিসেম্বর। ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত সিনেমাটির প্রথম পর্ব দেশ ও দেশের বাইরে মুক্তি পেতে যাচ্ছে। ‘মিশন এক্সট্রিম’-এর অন্যতম পরিচালক, প্রযোজক এবং লেখক সানী সানোয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। সানী সানোয়ার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার মাধ্যমে দেশে করোনার বিরুদ্ধে প্রাথমিক বিজয় ঘোষিত হয়েছে। জীবনযাত্রা এখন অনেকটা স্বাভাবিক। পাশাপাশি ব্যাপকভিত্তিক ভ্যাকসিনেশনও চলছে। এখন শুধু একটি জিনিসই বাকি, আর তা হলো সিনেমা হলে বড় বাজেটের নতুন সিনেমা মুক্তি পাওয়া। এই ঘোষণার মাধ্যমে আমরা সেই কাজটি করতে যাচ্ছি। আশা করছি, সবাই আমাদের পাশে থাকবেন। করোনার বড় ধাক্কা সামলে আবারও আমরা ফিরে যাব সিনেমার সেই সুদিনে।