অনলাইন ডেস্ক :
সম্প্রতি চমকপ্রদ তথ্য জানিয়েছেন দুই বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী ও ঢাকায় ছবির এক সময়ের জনপ্রিয় নায়িকা রোজিনা। তিনি আসন্ন ঈদের একটি অনুষ্ঠানে এসে বলেন, ‘মাছে-ভাতে বাঙালি কথাটি সত্য হলেও ‘ভাত’ কখনো আমাকে টানেনি।
প্রায় ৪০ বছরের বেশি সময় ধরে আমি রাতে কখনও ভাত খাইনি। চিকেন স্যুপ, ছোট মাছ, ব্রাউন ব্রেড আমার প্রিয় খাবার। সুযোগ পেলেই সাইক্লিং বা ইয়োগা করি, ট্রেডমিলে দৌড়াই।’ মাছরাঙা টিভির অনুষ্ঠানটির নাম ‘রাঙা সকাল’। ঈদ উপলক্ষে এর বিশেষ একটি পর্বে অতিথি হয়েছেন রোজিনা।
রুম্মান রশীদ খান ও খালেদা’র উপস্থাপনায় এতে সিনে ক্যারিয়ার নিয়েও অনেক অজানা তথ্য বিনিময় করেছেন নায়িকা। জানা গেছে, জোবায়ের ইকবালের প্রযোজনায় ‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বটি প্রচারিত হবে ঈদের ২য় দিন, সকাল ৭ টায় মাছরাঙা টেলিভিশনে।