৪১ বছরে পা রাখলেন পূর্ণিমা

৪১ বছরে পা রাখলেন পূর্ণিমা

অনলাইন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রে যে’জন নায়িকা দর্শকমনে দীর্ঘস্থায়ী ভালোবাসা অর্জন করেছেন, তাদের মধ্যে অন্যতম পূর্ণিমা। নব্বইয়ের দশকের একদম শেষ দিকে সিনেমায় পা রেখে দীর্ঘ সময় সাফল্যের সঙ্গে কাজ করেছেন এই ইন্ডাস্ট্রিতে।

লাস্যময়ী চেহারা, মন ভোলানো হাসি আর অভিনয়ের দক্ষতা দিয়ে তিনি জয় করেছেন কালের সীমানা। যার ফলে অনেক বছর তিনি সিনেমায় কাজ না করলেও দর্শক তাকেএখনো সমানভাবে ভালোবাসে। এদিকে আজ ১১ জুলাই পূর্ণিমার জন্মদিন। চট্টগ্রামের ফটিকছড়িতে ১৯৮১ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। তার পারিবারিক নাম দিলারা হানিফ পূর্ণিমা।

চট্টগ্রামেই কেটেছে শৈশব ও প্রাথমিক শিক্ষাজীবন। অভিনয়ের প্রতি আগ্রহ থেকেই চলচ্চিত্রে নাম লেখান। এরপর প্রায় দুই যুগের অভিনয় ক্যারিয়ারে শতাধিক দর্শকনন্দিত ছবি উপহার দিয়েছেন। পাশাপাশি ছোট পর্দা, অর্থাৎ টেলিভিশনেও করেছেন চমৎকার কিছু কাজ।

২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল কন্যাসন্তান জন্ম দেন এ অভিনেত্রী। মেয়ের নাম রেখেছেন আরশিয়া উমাইজা। স্বামী সংসার নিয়ে বেশ কেটে যাচ্ছে পূর্ণিমার দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *