অনলাইন ডেস্ক :
‘বৃষ্টি ঝরে যায়…দুচোখে গোপনে’, ‘দুরে কোথাও আছি বসে’, ‘এক পলকে’, ‘এই বুকেতে’,‘আমার জান পাখি ময়না’র মত একাধিক শ্রোতামহলে বেশ সমাদৃত গানের গায়ক তৌসিফ আহমেদ দীর্ঘ পাঁচ বছর কোন গানে ছিলেন না।
সেই বিরত ভেঙ্গে ফিরছেন এই গায়ক। তারেক আনন্দের কথায় ‘ভালোবাসো কিনা’ গানের মাধ্যমে এবারের ঈদে বিরতি ভাঙছেন তিনি।
গানটির সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন টফি রেনার। কেন এই দীর্ঘদিন বিরতি?
তৌসিফ জানালেন, ‘ভাইরাল গানের অস্থিরতায় নিজে একটু দম নিচ্ছিলাম। এর মাঝে ভালো গান শ্রোতারা শুনবে কিনা সেটা নিয়েও দ্বিধা-দ্বন্দ ছিল। এ ছাড়া এই সময়টা আমার পরিবারকে সময় দিয়েছি। ভেবেছি কোন গান দিয়ে ফিরে আসা যায়?’
সম্প্রতি গানটির টিজার প্রকাশ হয়েছে; মিউজিক ভিডিও আকারে ঈদে প্রকাশ হবে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে।