আসছে ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘গ্যাংস্টার গণিভাই’। নাটকের গল্পে দেখা যাবে, মানুষ যা ভাবেও না, কখনো কখনো তা হয়ে যায়। আর তাই তো গ্যাং বাড়িতে এসে উপস্থিত হয় গণি ভাইয়ের বউ মিতালি আর ছোট্ট কন্যা পাখি, যার ফলে সমূহ বিপদে পড়ে পুরো গ্যাং। বন্ধ হয়ে যায় তাদের কাজ। খারাপ মানুষগুলো নিজেদের ভালো হিসেবে উপস্থাপন করতে গিয়ে পড়তে থাকে মজার মজার বিপদে। সেই বিপদ চরমে উঠলে গ্যাং-এ দেখা দেয় বিদ্রোহ। নাটকে অভিনয় করেছেন মীর সাব্বির, তানজিকা আমিন, সুজাত শিমুল, মাসুদ, শিশু শিল্পী মৌমিতা। দীপ্ত টিভিতে ঈদের ৭দিন বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হবে।