
অনলাইন ডেস্ক :
‘বাহুবলী’ খ্যাত এস এস রাজামৌলির নির্মাণ সিনেমা ‘আরআরআর’ ২০১৮ সালের মার্চে ঘোষণা দেয়া হয়েছিল। এরপর দীর্ঘ তিন বছরের নির্মাণযজ্ঞ। বিশাল আয়োজন, অবিশ্বাস্য বাজেটে নির্মিত সেই সিনেমাটি অবশেষে আগামীকাল শুক্রবার (২৫ মার্চ) মুক্তি পাচ্ছে। দর্শকমহলে আগ্রহের পারদ তুঙ্গে। বলিউড হাঙ্গামার সূত্রে জানা গেছে, বিশ্বব্যাপী প্রায় ৮ হাজার সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘আরআরআর’। কেবল হিন্দি ভাষায় সিনেমাটি ৩২০০ হলে মুক্তি পাচ্ছে। এছাড়া ভারতের দক্ষিণাঞ্চলে ৩ থেকে সাড়ে ৩ হাজার প্রেক্ষাগৃহে দেখা যাবে এটি। সেই সঙ্গে বিভিন্ন দেশের ১৭৫০টি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। দৈর্ঘ্যেও বেশ বড় ‘আরআরআর’। বিভিন্ন সূত্রে খবর আসছে, এটি ৩ ঘণ্টা ১ মিনিটের সিনেমা। ১ ঘণ্টা ৩৮ মিনিটে থাকছে বিরতি। যদিও বর্তমান সময়ে প্রায় সব সিনেমার দৈর্ঘ্য ২ থেকে আড়াই ঘণ্টার মধ্যেই থাকে। সেখানে এটি আরও আধা ঘণ্টা বেশি। তবে গল্পের গাঁথুনি ঠিক থাকলে, দৈর্ঘ্য কোনো বাধাই তৈরি করতে পারবে না বলে মনে করছেন বিশ্লেষকরা।