অনলাইন ডেস্ক :
লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তিনবছর পর স্বাভাবিক এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেয়া হয়েছে। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস খ্যাত এই চলচ্চিত্র পুরস্কারের ৯৪তম আসরে সায়েন্স ফিকশন ব্লকবাস্টার ডুন-এর জয়জয়কারের মধ্যে সেরা সিনেমার পুরস্কার জিতেছে পরিচালক সিয়ান হেডারের চলচ্চিত্র ‘কোডা’। একটি মেয়ের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। যার পুরো পরিবার বধির এবং পরিবারের একমাত্র সদস্য ওই মেয়েটিরই শুধু শ্রবণ ক্ষমতা রয়েছে। জোনস নামের সেই মেয়েটির চরিত্রে অভিনয় করেছেন এমিলিয়া জোনস। সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়, কোডা এবারের অস্কার আসরে তিনটি বিভাগে মনোনয়ন পেয়েছিল। জোনসের বাবার চরিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন ট্রয়ি কোটসুর। অস্কারের ইতিহাসে তিনি দ্বিতীয় বধির শিল্পী যাকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস দেয়া হল। এর আগে প্রথম বধির শিল্পী হিসেবে মারলি ম্যাটলিন ১৯৮৭ সালে ‘চিলড্রেন অব আ লেসার গড’ সিনেমায় অস্কার জিতে নেন।