এখন পর্যন্ত মোট ৯৭ জন নায়িকার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল। এই সংখ্যা শিগগিরই ১০০ পূর্ণ করবেন বলে জানালেন তিনি। সেই সঙ্গে ১০০ নায়িকার নায়ক হওয়ার মধ্য দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিপিবদ্ধ করাতে আবেদন করবেন তিনি। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ 'রাঙা সকাল'-এ এসব পরিকল্পনার কথা শেয়ার করেন রুবেল। মজার তথ্য হিসেবে তিনি আরও বলেন, 'নায়িকা সুচরিতা আমার নায়িকা হিসেবে অভিনয় করেছেন। আবার আমার বোন, মা, দাদির চরিত্রেও অভিনয় করেছেন।' এ ছাড়াও ৩৫ বছরের চলচ্চিত্র জীবনে ২৩০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। রেকর্ড বিচারে এটিও উল্লেখযোগ্য ঘটনা বলে অভিহিত করেন রুবেল। কাজী হায়াত পরিচালিত মান্না অভিনীত আলোচিত 'আম্মাজান' চলচ্চিত্রে অভিনয় করার কথা ছিল রুবেলের।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Binodonmail.com