
অনলাইন ডেস্ক :
বহুদিন ধরেই ভক্তরা মুখিয়ে ছিল জনপ্রিয় ক্রাইম-ড্রামা সিরিজ ‘মির্জাপুর থ্রি’ কবে মুক্তি পাবে তা জানার জন্য। নির্মাতারা একের পর এক ধাঁধা দিয়ে ভক্তদের মুক্তির দিন বুঝে নেওয়ার কথা বলেন। চলেছে নানা জল্পনা, বেড়েছে উত্তেজনা। বহু প্রতীক্ষিত সিরিজ ‘মির্জাপুর থ্রি’ মুক্তির তারিখ অবশেষে জানা গেল। ‘মির্জাপুর সিজন থ্রি’ আগামী ৫ জুলাই থেকে প্রাইম ভিডিওতে স্ট্রিমিং করা হবে। সিরিজের মুক্তির তারিখ ঘোষণা করে প্রাইম ভিডিওর অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে একটি নতুন পোস্টার প্রকাশ করা হয়েছে। নতুন পোস্টারটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘মির্জাপুর সিজন থ্রি মুক্তির প্রস্তুতি শেষ। তারিখটি লিখে রাখুন এখনই। মির্জাপুর প্রাইমে আসছে আগামী ৫ জুলাই।’ মির্জাপুরের প্রথম দুটি সিজন ছিল দারুণ হিট। পঙ্কজ ত্রিপাঠি, দিব্যেন্দু, রসিকা দুগ্গল এবং শ্বেতা ত্রিপাঠির অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। অ্যামাজন প্রাইম ভিডিওর এই সিরিজের দুটি সিজনের সংলাপ ‘ভাইরাল’ হয়েছে সামাজিক মাধ্যমে। তাই ভক্তরা এখন ৫ জুলাইয়ের অপেক্ষায়।