লোকমান হোসেন | বিনোদন ডেস্ক |
মুক্তি পেল জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক হৃদয় খানের নতুন গান 'পিছুটান'। গানটি হৃদয় খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পেয়েছে । 'যতবার ভাবি ভুলে যাব সবি/ তার ও বেশি মায়ার টান/ তুমি তুমি করে যাব আমি মরে/ বলো না এ কোন পিছুটান'। এমন চমৎকার কথায় গানটি লিখেছেন অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার শফিক তুহিন। রক পপ ঘরানার গানটির সুর ও সংগীতায়োজন করেছেন হৃদয় খান নিজেই।
নতুন গান প্রসঙ্গে হৃদয় খান জানান, চাচা (শফিক তুহিন) সব সময় অসাধারণ লেখেন। এক যুগ পর তার লেখা গান করছি।
সম্প্রতি বেশ কিছু গান তৈরি করেছেন হৃদয় খান। হৃদয় খান ভক্ত শ্রোতাদের কথা ভেবে এখন থেকে প্রতি মাসে নতুন গান প্রকাশ করার কথা ভাবছেন।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Binodonmail.com