এক সিনেমায় জায়েদ-নিপুণ!

এক সিনেমায় জায়েদ-নিপুণ!

শেয়ার করুন

অনলাইন ডেস্ক :

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তারের শত্রুতার কথা কে জানে না। দুই তারকাকে নিয়ে যেন দুই ভাগে বিভক্ত হয়েছিল গোটা দেশ।

এরপর থেকে বিভিন্ন অনুষ্ঠানে, সাক্ষাৎকারে একে অপরকে নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা যায় দুজনকেই। কেউ কাউকে নাহি ছাড়ে অবস্থা। বলতে গেলে জায়েদ-নিপুণের ভেতর দা-কুমড়া সম্পর্ক। তবে দ্বন্দ্ব না মিটলেও বড় বাজেটের ‘অপারেশন জ্যাকপট’ সিনেমায় কাজ করবেন তারা।

এ তথ্য নিশ্চিত করেছেন অন্তর শোবিজের স্বপন চৌধুরী। ‘অপারেশন জ্যাকপট’ তিনিই প্রযোজনা করবেন। সিনেমাটি পরিচালনা করবেন ওপার বাংলার নির্মাতা এবং চিত্রনায়িকা শ্রাবন্তীর প্রাক্তন স্বামী রাজীব বিশ্বাস।
জানা গেছে, ‘অপারেশন জ্যাকপট’-এ শিক্ষিকার চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। আর জায়েদ খানের চরিত্রটি নিয়ে থাকছে চমক। সিনেমায় তাদের একই ফ্রেমে হাজির করা হবে কি না, সেটিও চমক রাখতে চান সংশ্লিষ্টরা।

নির্মাতা কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসেই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সিনেমাটি নিয়ে বিস্তারিত জানানো হবে। তবে এরই মধ্যে সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জায়েদ-নিপুণ।

১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সফল গেরিলা যুদ্ধের কাহিনি নিয়ে নির্মিত হবে ‘অপারেশন জ্যাকপট’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *