
অনলাইন ডেস্ক :
২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ। তার সঙ্গে সম্পর্কের জেরেই আইনি জটিলতায় জড়াতে হয়েছে জ্যাকলিনকে। যদিও আর্থিক তছরুপের মামলায় জ্যাকলিন কোনওভাবেই জড়িত নন, এমন কথাই এতদিন বলে এসেছে সুকেশ। তিহার জেল থেকেই জাকলিনকে একের পর এক প্রেমপত্র দিয়ে গিয়েছে। কিন্তু সম্প্রতি তার এই প্রেমপত্রে আপত্তি জানিয়েছেন জ্যাকলিন।
সুকেশের চিঠি থেকে মুক্তি পেতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বলিউডের শ্রীলঙ্কান সুন্দরী। এজলাসে দাঁড়িয়ে নাকি তিনি স্পষ্ট বিচারপতিকে বলেছেন, “সুকেশের মতো ঠগ বারবার আমাকে নিশানা করছে। বার বার চিঠি পাঠিয়ে মিথ্যা অভিযোগ আনছে। আমি উপহার না জেনেই নিয়েছি। তবে ওর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমি একেবারেই সুকেশের চক্রান্তের শিকার!” সুকেশের ১৫ অক্টোবরের চিঠির ভাষা আপত্তিকর বলেও জানিয়েছেন জ্যাকলিন।
সম্প্রতি সুকেশের চিঠি থেকে মুক্তি পেতে আদালতের দ্বারস্থ হন শ্রীলঙ্কান সুন্দরী।