অনলাইন ডেস্ক :
টলিউডে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিতেই নতুন পদক্ষেপ নিতে যাচ্ছেন শুভশ্রী গাঙ্গুলি। ইতোমধ্যেই ওয়েব সিরিজ ও সিনেমা প্রযোজনার অভিজ্ঞতা হয়েছে তার। আর এবার রাজ ঘরনী নিজেই খুলতে চাচ্ছেন আলাদা প্রযোজনা সংস্থা। চলতি বছরে আগস্ট মাসে মুক্তি পাবে রাজ চক্রবর্তী পরিচালিত সিনেমা ‘বাবলি’। গত বছর আগস্ট মাসে মুক্তি পায় রাজ পরিচালিত ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’। এই দু’টি কাজেই প্রযোজক টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রাজের নিজস্ব প্রযোজনা সংস্থা আছে। ওই প্রযোজনা প্রতিষ্ঠানের অধীনে অভিনয়ও করেছেন শুভশ্রী। এবার অভিনেত্রী নিজেই প্রযোজনা সংস্থা শুরু করতে যাচ্ছেন।
একটি সূত্র জানিয়েছে, তাদের ঘনিষ্ঠ মহলে তিনি বিষয়টি নিয়ে নাকি মতামতও চেয়েছেন। রাজ এবং শুভশ্রী একে অপরের সঙ্গে হাত মিলিয়েই নিজ নিজ প্রযোজনা সংস্থাকে এগিয়ে নিয়ে যাবেন।
এর আগে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন শুভশ্রী। অভিনয়ে জনপ্রিয়তা প্রেয়েছেন, খ্যাতি পেয়েছেন এবার প্রযোজনা সংস্থা নিয়ে কতদূর যেতে পারেন- তা দেখা এবং জানার জন্য অপেক্ষা করতে হবে শুভশ্রী ভক্তদের।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Binodonmail.com