ঐশ্বরিয়ার গায়ে হাত তুলেছিলেন সালমান! এ ঘটনায় তাদের প্রেমের ইতি ঘটে!

ঐশ্বরিয়ার গায়ে হাত তুলেছিলেন সালমান! এ ঘটনায় তাদের প্রেমের ইতি ঘটে!

শেয়ার করুন

অনলাইন ডেস্ক :

বলিউড পাড়ায় সালমান খানকে অনেকেই ‘ব্যাড বয়’ বলে ডাকতেন। এর কারণ ছিল নায়িকা ঐশ্বরিয়া রায় একবার তাঁর বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছিলেন।

নব্বই দশকে বলিউড সিনেমা পর্দায় বেশিরভাগ ছিল অফুরন্ত রোমান্সের গল্প আর অফ স্ক্রিন রোমান্সের গল্প। সেই অক্ষয়-শিল্পা হোক বা সঞ্জয়-মাধুরীর প্রেমের গল্প হোক! সবকিছুই ছিল তখন বলিউডের রমরমা গসিপ। সেসব গসিপের গল্প জানতে সিনেমাপ্রেমীরা বুঁদ হয়ে থাকতেন সবসময়। সেই সময় অফ স্ক্রিন জুটির মধ্যে বোধহয় সবথেকে আলোচিত জুটি ছিল সালমান খান ও ঐশ্বরিয়া রায় জুটি।

যদিও সময়ের পরিক্রমায় ঐশ্বরিয়া এখন বচ্চন পরিবারের ঘরণী হয়ে সুখে সংসার করছেন। আর এদিকে সালমান খান বরাবরে মতই চিরকুমার রয়ে গেছেন। আর এই যখন অবস্থা, তখনও কিন্তু দর্শকের মনে উঁকি দেয় সালমান-ঐশ্বর্যের সেই পুরনো প্রেমকাহিনি।

অনেকের মনে আজও প্রশ্ন জাগে সালমান-ঐশ্বর্যের প্রেম চলাকালীন সময়ে সত্যিই কি সালমান খান তার সুন্দরীতম প্রেমিকা ঐশ্বরিয়ার গায়ে হাত তুলেছিলেন?

এমন প্রশ্নে স্বয়ং ঐশ্বরিয়ায় একবার বলেছিলেন যে, সালমান খান একবার মদ্যপ হয়ে তাঁর গায়ে হাত তুলেছিলেন। আর এতেই তার আত্মসম্মানে লাগায় তিনি সেই প্রেমের ইতি টেনেছিলেন। তার এমন অভিযোগ নিয়ে তখন রীতিমতো শোরগোল পরেছিল বলিউড পাড়ায়। যদিও সালমান খান এই বিষয়টি নিয়ে বরাবরই পাশ কাটিয়ে গিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *