অনলাইন ডেস্ক :
বলিউড ভাইজান সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেম বলিউডে আইকনিক! সে প্রেম ঘিরে নানা কাণ্ড দেখা যেত বলিপাড়ায়। এমনই এক কাণ্ড একবার ঘটেছিল ‘হাম দিল দে চুকে সনম’র সেটে।
খোদ পরিচালক সঞ্জয় লীলা বানসালির ওপরই রেগে আগুন হয়ে যান সালমান। কারণ একটাই, সঞ্জয় নাকি স্পর্শ করেছেন ঐশ্বরিয়াকে। এ নিয়ে পুরো ঘটনার বিবরণ দিয়েছেন অভিনেত্রী স্মিতা জয়কার। ছবিতে যিনি ঐশ্বরিয়ার মায়ের ভূমিকায় অভিনয় করেন।
স্মিতার বলেন, সেসময় তাদের প্রেম মাত্র শুরু হয়েছে। মনে আছে ‘আঁখো কি গুস্তাকিয়া’র শুটিং হচ্ছিল। সেখানে একটি দৃশ্য বোঝাতে গিয়ে সঞ্জয় ঐশ্বরিয়াকে স্পর্শ করেন। তা দেখে নিজেকে ধরে রাখতে পারেননি সালমান। ছুটে যান সেখানে। সোজা সঞ্জয়ের মুখের ওপরই প্রশ্ন করে বসেন, ‘সঞ্জয় স্যার! এসব কী হচ্ছে? কেন তাকে স্পর্শ করছেন আপনি! এসব করা উচিত নয়।
এই আকস্মিকতায় হকচকিয়ে যান বানসালি। এরকম করে তাকে কেউ কোনোদিনও বলেননি। ইন্ডাস্ট্রিতে ‘বদমেজাজি’ বলে দুর্নাম রয়েছে বানসালির। নতুন নতুন প্রেম, তাই পাল্টা প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি তাকে। যদিও গোটা সেটে হয়েছিল হইচই। ঐশ্বরিয়া ও সালমানের প্রেম পরিণতি পায়নি।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Binodonmail.com