অনলাইন ডেস্ক :
এই প্রজন্মের তরুণ মডেল অভিনেত্রী মাইশা রুদ্ভী। কাজ করে যাচ্ছেন আপন গতিতে। সম্প্রতি বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন এই অভিনেত্রী। গল্পের সাথে নিজেকে ভিন্ন ভাবে উপস্থাপন করে কাজ করে যাচ্ছেন।
মডেল মাইশা রুদ্ভী জানান, ভালো একজন শিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে কাজ করছি।
কাজ খুব কম করবো কিন্তু কাজের মান রেখে কাজ করে যেতে চাই। নির্মাতা রাজু আহম্মেদ-এর নির্দেশনায় ইতিমধ্যে ১০টির ও বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছি আমি।
ধন্যবাদ রাজু আহম্মেদ ভাই আমাকে এই ভাবে ভিন্ন মাত্রায় অভিনয় করার সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত যে সব মিউজিক ভিডিওতে কাজ করেছি। প্রতিটি ভিডিওতে নতুনত্ব থাকছে, তার মধ্যে কোনটি বেশি ভালো সেটা আসলে বলা খুব কঠিন। সব গুলা ভিডিওতে দর্শক আমাকে ভিন্ন ভিন্ন গল্পে পাবেন। আর গানগুলোর চিত্রায়ন করা হয়েছে বেশ চমৎকার লোকেশনে। আশা করছি আমার কাজ দর্শকদের বিনোদিত করবে।
মাইশা রুদ্ভীর উল্লেখিত মিউজিক ভিডিও হলো,
প্রবাস জীবন (গগন সাকিব), খোদার কসম (সামস ভাই), কন্যারে (আরিয়ান শান্ত), জানি ফিরে আসবে (মাহাতিম সাকিব), ও সখি ও সখি (মোহাম্মদ মিলন)।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Binodonmail.com