ছেলের বদলে বাবাকে বিয়ে! নোংরামি জন্য সিরিয়াল বয়কটের ডাক

ছেলের বদলে বাবাকে বিয়ে! নোংরামি জন্য সিরিয়াল বয়কটের ডাক

শেয়ার করুন

অনলাইন ডেস্ক :

ভারতের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘গাঁটছড়া’য় নোংরামি গল্পের অভিযোগে সিরিয়ালটি বয়কট করার ডাক উঠেছে।

ইতিমধ্যে অভিনেত্রী শোলাঙ্কি রায় বেরিয়ে গিয়েছেন ‘গাঁটছড়া’ থেকে। খড়ি চরিত্রটির মৃত্যু দেখিয়ে গল্প এগিয়ে চলছে সিরিয়ালে। কিন্তু দর্শকরা ভুলতে পারেনি তাদের প্রিয় খড়িকে। গল্প এক ধাক্কায় বেশ কয়েক বছর এগিয়ে যাওয়ার পর এসেছে নতুন প্রজন্ম। বড় হয়ে গিয়েছে ঋদ্ধি খড়ির ছেলে। কিন্তু ছেলের বিয়ে দেওয়ার বয়সে আবারো বিয়ে দেখানো হচ্ছে ঋদ্ধিমানের। তাও আবার হাঁটুর বয়সী মেয়ে বিন্দির সঙ্গে।

খড়ির মৃত্যুর পর থেকে এক রকম নায়িকা ছাড়াই চলছে ‘গাঁটছড়া’ সিরিয়ালটি। তবে তার জায়গায় এন্ট্রি হয়েছে বিন্দির। নিজের থেকে অনেক ছোট বিন্দির সঙ্গেই ঋদ্ধির একটা রসায়ন তুলে ধরা হচ্ছে। বিষয়টা আন্দাজ করতে পেরেই আপত্তি প্রকাশ করেছিল দর্শকদের একটা বড় অংশ। কিন্তু নির্মাতারা যে তাতে কর্ণপাত করেননি তা বোঝা গেল সাম্প্রতিক প্রোমো দেখেই। তাই এই কাণ্ড দেখে ট্রোল শুরু করেছে অনেকেই। কেউ লিখেছেন, বাবা মেয়ে থেকে স্বামী স্ত্রী হয়ে গেল। আবার কেউ রেগেমেগে লিখেছেন, অনেক সহ্য করেছি। এদের লজ্জা না থাকলেও গাঁটছড়া ফ্যানদের লজ্জা আছে। কেউ কেউ আবার নোংরামির অভিযোগ তুলে সিরিয়ালটি বয়কটের ডাক দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *