লোকমান হোসেন | বিনোদন ডেস্ক |
দীর্ঘদিনের বিরতি পেরিয়ে আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা পরীমনি। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ-এর ‘ডোডোর গল্প’ নামের সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাদের। অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হবে।
সম্প্রতি পরীমনি ও সাইমন সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ‘ডোডোর গল্প’র কাহিনী, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা করছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।
সিনেমাটিতে রায়হান চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক আর কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন পরীমনি । সিনেমাটির গল্প প্রেক্ষাপট একেবারে আলাদা। অন্যরকম একটা বার্তাসমৃদ্ধ গল্প। একেবারে ভিন্ন ধারার কাজ হতে যাচ্ছে।
সিনেমাটির নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান জানান, অক্টোবরের প্রথম সপ্তাহে শুটিং শুরু হবে এবং বিরতিহীন কাজ করে চলতি বছর শেষের দিকে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Binodonmail.com