অনলাইন ডেস্ক :
এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলোর একটি ‘ডেডপুল থ্রি’। ‘ডেডপুল’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির নাম ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’। জানা গেছে এটি হতে চলেছে এই ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে দীর্ঘ সিনেমা।
জানা গেছে সিনেমাটির রানটাইম ২ ঘণ্টা ৭ মিনিট। এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের প্রথম সিনেমা যেটিকে ‘আর’ রেটিং দেয়া হয়েছে।
২০১৭ সালে ‘লোগান’-এর পর এই ছবিতে ফের উলভারিনের চরিত্রে স্ক্রিনে ফিরছেন হিউ জ্যাকমান। তাই ছবিটিকে ঘিরে প্রত্যাশাও বেশি। জেনিফার গার্নার এবারও থাকছেন এলেকট্রা চরিত্রে।
‘ডেডপুল অ্যান্ড উলভারিন’-এর মূল ভিলেন হতে চলেছে ‘ক্যাসান্দ্রা নোভা’ নামের একটি চরিত্র। প্রথমবার মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে দেখা মিলবে ক্যাসান্দ্রা চরিত্রটির। এই চরিত্রে অভিনয় করেছেন এমা করিন। এটি হতে চলেছে এক্স-মেন সিরিজের সবচেয়ে শক্তিশালী খলচরিত্রগুলোর একটি।
‘ডেডপুল এন্ড উলভারিন’ ছবিটি পরিচালনা করেছেন শন লেভি। ২৬ জুলাই প্রেক্ষাগৃহে আসছে এই সিনেমা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Binodonmail.com