অনলাইন ডেস্ক :
বিনোদন ডেস্ক : চলতি মাসে মুক্তি পেতে যাচ্ছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সিনেমা 'তেজস'। এরই মধ্যে সিনেমার টিজার প্রকাশ্যে এসেছে। পরিচালক সর্বেশ মেওয়ারা সামাজিক যোগাযোগমাধ্যমে টিজারটি শেয়ার করেছেন। যেখানে কঙ্গনাকে বিমান বাহিনীর অফিসার 'তেজস গিল' চরিত্রে দেখা যাবে।
টিজার প্রকাশ্যে আসার সঙ্গে ঘোষণা করা হয় সিনেমা মুক্তির তারিখও। আগামী ২৭ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে।
টিজার প্রকাশের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার নতুন একটি পোস্টার শেয়ার করেন কঙ্গনা, ক্যাপশনে লিখেন 'যখনই দেশের কথা আসবে তখনই সব সীমা অতিক্রম করা যাবে'।
পোস্টারে বিমান বাহিনীর ইউনিফর্মেই কঙ্গনার দেখা মেলে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Binodonmail.com