
অনলাইন ডেস্ক :
প্রায় ১৪ বছর বলিউড থেকে দূরে ছিলেন অভিনেত্রী সেলিনা জেটলি। সংসার ও সন্তানদের নিয়ে ব্যস্ত থাকলেও, তিনি তার ভালোবাসার জগৎ—অভিনয় ও সিনেমা—কখনো ভুলে যাননি। এত বছর রূপালি পর্দা থেকে দূরে থাকার পরও হঠাৎ করেই তাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
কারণ, শোনা যাচ্ছে সেলিনা আবারও বলিউডে কামব্যাক করতে চলেছেন। ইতিমধ্যেই তাঁর সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট ঘিরে উত্তেজনা ছড়িয়েছে অনুরাগীদের মাঝে। এক ভক্ত তাকে সরাসরি প্রশ্ন করেন, “আপনাকে আবার পর্দায় কবে দেখা যাবে?” এর জবাবে সেলিনা লেখেন, “খুব শিগগিরই।” এরপর থেকেই গুঞ্জন ছড়িয়েছে—তিনি কী প্রজেক্টে কাজ করছেন, কার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন—এসব নিয়ে চলছে জল্পনা।
সংবাদমাধ্যমে এ বিষয়ে প্রশ্ন করা হলে সেলিনা জানান, “এই মুহূর্তে আমি বিদেশে আছি, তাই এখন বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলব।”
উল্লেখ্য, প্রায় এক দশক আগে ‘থ্যাংক ইউ’ নামক রোমান্টিক কমেডি ছবিতে সেলিনাকে শেষ বড়পর্দায় দেখা যায়। এরপর ২০২০ সালে তিনি ‘সিজন গ্রিটিংস’-এ অভিনয় করেছিলেন। এখন অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষায়, কোন চরিত্রে এবং কোন ছবিতে তিনি আবার বড়পর্দায় ফিরছেন!