
অনলাইন ডেস্ক :
দুইবাংলার তারকাদের অংশগ্রহণে কদিন আগে অনুষ্ঠিত হয়ে গেল ইন্দো-বাংলা আইকনিক স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। কলকাতায় অনুষ্ঠিত এবারের আয়োজনে দুইবাংলার ‘বেস্ট ফ্যাশন ফটোগ্রাফারের অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশের লাইফস্টাইল ও ফ্যাশন ফটোগ্রাফার মঞ্জুরুল আলম।
আয়োজকরা তাকে ঢাকার শোবিজে বিশেষ অবদান রাখায় ফ্যাশন ফটোগ্রাফার সম্মাননা প্রদান করেন। কলকাতার কলামন্দির প্রেক্ষাগৃহে আয়োজিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মঞ্জুরুল অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
জানা যায়, ইন্দো-বাংলা আইকনিক স্টার অ্যাওয়ার্ড-২০২৩ উৎসবের উদ্যোক্তা ছিলেন আইএসএফবিএ কমিটির কর্ণধার পিয়াল হোসেন, শর্মিষ্ঠা ঘোষ, সাকিব সনেটসহ অনেকে।
আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অংশ নিতে গিয়েছিলেন দেবাশীষ বিশ্বাস, জিয়াউল রোশান, পূজা চেরী, ফেরদৌস, অপু বিশ্বাস, চঞ্চল চৌধুরী, বিদ্যা সিনহা মিম, বাপ্পী চৌধুরী, তাসনিয়া ফারিণ, প্রযোজক ও পরিচালক সাকিব সনেট, সংগীতশিল্পী পূজাসহ আরও অনেকে। কলকাতার তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন ঐন্দ্রিলা, আবির চ্যাটার্জি, রুদ্রনীল ঘোষ, শ্রীলেখা মিত্র, নির্মাতা অরিন্দম শীলসহ অনেকে।
