অনলাইন ডেস্ক :
নিকুল কুমার মন্ডল নির্মিত ধারাবাহিক নাটকের টাইটেল সং লিখেছেন গীতিকবি তারেক আনন্দ। ‘চারদিক অস্থির কেউ নাই স্থির, বেপরোয়া জীবন চলে না ধীর, মানুষ আর মানুষ নাই হয়ে গেছে যন্ত্র, বোঝে না জীবনের মূলমন্ত্র, এই হলো আমাদের আধুনিক কাল, সবাই শুধু হতে চায় ভাইরাল…।’ চমৎকার কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। কন্ঠ দিয়েছেন দোলা। র্যাপ পার্ট গেয়েছেন রিজান।
ভাইরাল ফ্যামিলি ধারাবাহিকে অভিনয় করেছেন ডলি জহুর, মীর সাব্বির, আনিকা কবির শখ, আব্দুল্লাহ রানা, মুকিত জাকারিয়া, নাবিলা ইসলাম, শেলি আহসান, ডিকন নূর, নরেশ ভুইয়া, ফরহান লিমন, আনোয়ার আহমেদ, সময় মন্ডল, খান আতিক প্রমুখ।
পরিচালক নিকুল কুমার মন্ডল জানান, একটি বেসরকারি টিভি চ্যানেলে শিগগির নাটকটি প্রচারিত হবে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Binodonmail.com