অনলাইন ডেস্ক :
নামের শেষাংশ থেকে ‘পিট’ বাদ দিয়ে ‘জোলি’ বসিয়ে নিতে চান শিলোহ জোলি-পিট। তিনি নিজের নাম বদলানোর অনুরোধ করে আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি। ২৭ মে শিলোহ-এর বয়স ১৮ হয়েছে। এরপরেই নাম বদলানোর আবেদন করেছেন শিলোহ। এর আগে ইনস্টাগ্রামে নিজের নাম থেকে ‘পিট’ বাদ দিয়েছেন পিট-জোলির এই সন্তান। এর আগে এই দম্পতির আরেক মেয়ে ভিভিয়েন নিজের নামের থেকে ‘পিট’ বাদ দিয়ে দিয়েছেন। ‘প্লেবিল’-এ সম্প্রতি তার নাম ভিভিয়েন জোলি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়াও জাহারা, ম্যাডক্স, প্যাক্স এবং নক্সও ‘পিট’ নাম ব্যবহার করেন না। তবে আইনি ভাবে নিজের নাম থেকে ‘পিট’ বাদ দেয়ার পদক্ষেপ শিলোহই প্রথম নিলেন। অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিটের মধ্যে বিবাহ-বিচ্ছেদের মামলা চলছে অনেকদিনই। এক সময়ের এই তারকা দম্পতি ডিভোর্স ফাইল করার ৮ বছরের মাথায় বিচ্ছেদের দ্বারপ্রান্তে চলে এসেছেন। ২০১৬ সালে থেকে তাদের আইনি লড়াই শুরু হয়। সম্প্রতি দু’জনেই আদালতে তাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস জমা দিয়েছেন। আইনগত বিচ্ছেদের জন্য এটি ছিল চূড়ান্ত পদক্ষেপগুলোর একটি।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Binodonmail.com