‘প্রজেক্ট কে’ ছবির নাম পাল্টে গেল

‘প্রজেক্ট কে’ ছবির নাম পাল্টে গেল

শেয়ার করুন

অনলাইন ডেস্ক :

নাগ অশ্বীন পরিচালিত ‘প্রজেক্ট কে’ ছবির নাম বদলে গেল, নতুন নাম ‘কাল্কি ২৮৯৮ এডি’। মূলত বিদেশের সান ডিয়াগো কমিক কন অনুষ্ঠানে যাওয়ার পর এই ছবির নাম পরিবর্তন হয়েছে। কালের আবর্তনে বিশ্ব-ব্রহ্মাণ্ডের ভবিষ্যৎকে কল্প বিজ্ঞানের মিশেলে এই ছবির গল্প বেধেছেন পরিচালক। ছবির গল্পের বিষয়বস্তুর সঙ্গে ঠিক রেখেই যে এই নামবদল ঘটেছে। যা এই ছবির টিজারের তা স্পষ্ট।

এছাড়া এই সিনেমায় স্টার কাস্ট এর জন্যও আলোচনায় এসেছে। এই সিনেমায় মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে খলনায়ক হিসেবে কমল হাসানের দ্বৈরথ দেখতে পাবেন দর্শকরা। যোদ্ধার বেশে আছেন প্রভাস। অন্যদিকে ‘কাল্কি’ শাসনে দলদাসে পরিণত হওয়া দীপিকাকেও দেখা গেল টিজারে।

ভিএফএক্স-এর কাজ অতি উন্নত। পোস্টারের ‘সস্তা ফটোশপ’ দেখে যাঁরা বিরক্ত হয়েছিলেন ‘কাল্কি ২৮৯৮ এডি’র টিজারে যে তাঁদের হতাশ করবে না, তা বেশ বোঝা যাচ্ছে। ২০ জুলাই কমিক কন অনুষ্ঠানে প্রকাশ্যে এল প্রভাস-দীপিকার মেগা বাজেট সিনেমার টিজার সঙ্গে পরিবর্তিত নাম। যা কিনা বেশ প্রশংসা কুড়িয়েছে।

প্রায় ৬০০ কোটি টাকায় তৈরি হয়েছে ‘কাল্কি ২৮৯৮ এডি’। মুক্তির দিনও পিছিয়ে দিয়েছেন নির্মাতারা। আগামী বছর জানুয়ারিতে রিলিজ করার কথা ‘কাল্কি ২৮৯৮ এডি’র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *