
অনলাইন ডেস্ক :
বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর সম্প্রতি তার কন্যা সামাইরা ও পুত্র কিয়ানকে সঙ্গে নিয়ে দিল্লি পৌঁছেছেন। প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের আকস্মিক মৃত্যুর পর পরিবারের মধ্যে শুরু হয়েছে ৩০ হাজার কোটি টাকার বিশাল সম্পত্তি ও ব্যবসা সাম্রাজ্য নিয়ে উত্তরাধিকার সংঘর্ষ। সঞ্জয়ের মৃত্যুর পর থেকেই কারিশমা ছিলেন আলোচনার বাইরে, তবে তার দিল্লিতে উপস্থিতি এই পারিবারিক টানাপোড়েনের প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে।
সঞ্জয় কাপুর ১২ জুন যুক্তরাজ্যে একটি পোলো ম্যাচ খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে কাপুর পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে শুরু হয়েছে প্রকাশ্য বিরোধ। সঞ্জয়ের মা রানি কাপুর দাবি করেছেন, ২০১৫ সালের একটি উইলের ভিত্তিতে তিনি সোনা গ্রুপের প্রধান মালিক এবং স্বামীর (সুরিন্দর কাপুর) সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী।
অন্যদিকে, সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব সামাজিক মাধ্যমে নিজের ইনস্টাগ্রাম বায়োতে লিখেছেন, “নন-এক্সিকিউটিভ ডিরেক্টর, সোনা কমস্টার”। তিনি ইনস্টাগ্রামে নিজের নাম বদলে দিয়েছেন “প্রিয়া সঞ্জয় কাপুর”।
রানি কাপুর সঞ্জয়ের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছেন, এটি অত্যন্ত রহস্যজনক ও অজানা পরিস্থিতিতে ঘটেছে।
