
বিনোদন ডেস্ক :
তারকাদের ব্যক্তিগত জীবন বা তাদের বিয়ের সম্পর্কেগুলো নিয়ে অনেকের জানার আগ্রহ থাকে। কিন্তু তাদের কারও কারও জীবনেও ঘটে যায় নানান রকমের অদ্ভুত ঘটনা। আজ তেমনি কয়েকজন তারকার কয়েকটি গল্প আপনাদের জানাবো।
রণবীর সিং!
ভারতের বলিউডের জনপ্রিয় চিত্রনায়ক রণবীর সিং। তিনি যখন ‘বাজিরাও মাস্তানি’ ছবির শুটিং করছিলেন। তখন শুটিং চলাকালীন হাভেলিতে বাজিরাও পেশওয়ারের ভূত দেখেছিলেন। তিনি ডেকিন ক্রনিকলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছিলেন। এছাড়া তিনি সেই সেটের দেওয়ালে পেশওয়া বাজিরাওয়ের মতো একটি ছবিও দেখেছিলেন।
বিপাশা বসু!
বলিউডের লাস্যময়ী নায়িকা বিপাশা বসু যখন তার সুপারহিট ছবি ‘রাজ’ এর শুটিং করছিলেন৷ তখন তিনি যে হোটেলে থেকেছিলেন সেটির পরিবেশ ছিল বেশ ভূতুড়ে। এই নায়িকা একবার বলেছিলেন যে, ঐ ভূতুড়ে হোটেলে তিনি অনেক অদ্ভুত জিনিসের দেখা পেয়েছিলেন।
ইমরান হাশমি!
বলিউডের একাধিক হরর সিনেমায় অভিনয় করেছেন হার্টথ্রব নায়ক ইমরান হাশমি। তিনি জানিয়েছিলেন যে, তিনি ছুটি কাটাতে একবার মাথেরান গিয়েছিলেন। সে সময় তিনি যে হোটেল রুমটি ভাড়া নিয়েছিলেন, সেখানে তিনি চিৎকার ও কারো হাঁটার শব্দ শুনতে পেয়েছিলেন।
বরুণ ধাওয়ান!
বলিউডের তরুণ নায়ক বরুণ ধাওয়ান ‘এবিসিডি টু’ সিনেমার শুটিংয়ের সময় লাস ভেগাসে ভূতের আলামত টের পেয়েছিলেন। তিনি নিজেই এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, যে হোটেলে তিনি ছিলেন, সেই হোটেলে একজন গায়ক মারা গিয়েছিল। যার ফলে তিনি এক রাতে হোটেলে ভূতেড়ে গানের আওয়াজও শুনতে পেয়েছিলেন। এমন কি তার হোটেল রুমের দরজা আপনা আপনি ভাবে খুলে গিয়েছিল।
সানি লিওন!
বলিউডের হট নায়িকা সানি লিওন তিনি একবার ভারতের রাজস্থানে ভূতের উপস্থিতি টের পেয়েছিলেন। তিনি নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, তিনি একবার শুটিং শেষ করে রাতে যখন নিজের রুমে ঘুমাচ্ছিলেন, তখন তিনি হঠাৎ অনুভব করেন যে কেউ তাকে ধরে রেখেছে। সে সময় এরকম অনুভূতি সানি লিওন পরপর তিনবার হয়েছিল বলে তিনি জানান।
