বিশ্বের শীর্ষ ১০০ ধনীর তালিকায় শাহরুখ খান

বিশ্বের শীর্ষ ১০০ ধনীর তালিকায় শাহরুখ খান

শেয়ার করুন

অনলাইন ডেস্ক :

বলিউডের দাপুটে অভিনেতা শাহরুখ খান। সম্প্রতি বিশ্বের শীর্ষ ১০০ ধনীর তালিকায় স্থান পেয়েছেন বলিউডের এই বাদশাহ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ২০২৩ সালের প্রভাবশালীদের তালিকাটি প্রকাশ করে টাইম ম্যাগাজিন। ২০২২ সালের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে শাহরুখ খানের একটি ছবি শেয়ার করেছে ম্যাগাজিনটি।

এই তালিকায় শাহরুখের সঙ্গে আরও রয়েছেন কে হুয়ে কোয়ান, জেনিফার কুলিজ, লেখক সালমান রুশদি ও পেড্রো প্যাস্কাল। এদিকে বলিউড কিংয়ের এই কৃতিত্বেরে জন্য বেজায় খুশি লাস্যময়ী নায়িকা দীপিকা পাড়ুকোন। শাহরুখের প্রশংসা করে অভিনেত্রী তার ইনস্টাগ্রামে লিখেছেন, শাহরুখ খানের সঙ্গে দেখা হওয়ার প্রথমদিনটি কখনোই ভুলতে পারব না আমি। আমাদের সম্পর্ককে আরও বিশেষ করে তোলে একে অপরের প্রতি ভালোবাসা, বিশ্বাস ও শ্রদ্ধা। শাহরুখ খান সর্বকালের সেরা অভিনেতাদের একজন হিসেবে পরিচিত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *