অনলাইন ডেস্ক :
ভারতে বাংলাদেশি সিনেমা বাণিজ্যিকভাবে সেভাবে মুক্তি পায় না। তবে অনলাইনের মাধ্যমে সীমান্ত ঘেঁষা রাজ্যগুলোতে জনপ্রিয় ঢালিউডের তারকারা। সেকারণে মাঝে মাঝে সেখানকার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন তারা।
সেই ধারাবাহিকতায় এবার আসামের দক্ষিণ সালমারা পিপলবাড়ী এলাকায় এনএইচ এন্টারটেনমেন্টের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন নিরব ও বুবলী। ২৮ ডিসেম্বর তারা মঞ্চ মাতাবেন।
এবারই প্রথম আসাম যাবেন নিরব। তাই সেখানকার অনুরাগীদের সামনে মঞ্চ মাতাতে উদগ্রীব হয়ে আছেন তিনি।
এ প্রসঙ্গে নিরব বলেন, ‘প্রথমবার আসাম যাচ্ছি, সঙ্গে বুবলী থাকবেন। ফেসবুক ইউটিউবে ঢুকলে দেখতে পাই সেখান থেকে মানুষ ভালোবাসা প্রকাশ করে। প্রথমবারের মতো তাদের কাছাকাছি যাওয়ার সুযোগ হতে যাচ্ছে। আশা করছি, তাদের সামনাসামনি যাওয়ার অভিজ্ঞতা দারুণ হবে।’
নিরব ও বুবলী ‘চোখ’ ও ‘ক্যাসিনো’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। ব্যবসায়ীকভাবে সফল না হলেও দর্শকমহলে প্রশংসিত হয়েছে সিনেমা দুটি।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Binodonmail.com