অনলাইন ডেস্ক :
বেপরোয়া গাড়ি চালানো এবং তিনজনকে ধাক্কা দেওয়ায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন ও তার গাড়িচালকের বিরুদ্ধে। শনিবার (১ জুন) গভীর রাতে এ ঘটনার ওপর তার বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করা হয়। গভীর রাতে মদ্যপ অবস্থায় তিনজনকে গাড়ি দিয়ে ধাক্কা ও গালিগালাজের অভিযোগ উঠে রাভিনার বিরুদ্ধে। এ ঘটনায় রাভিনাকে ঘিরে ধরেছিল স্থানীয় জনতা। শুধু তাই নয়, রাভিনাকে ঘিরে ধরার সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ঘটনার পর উভয় পক্ষ পৃথক অভিযোগ দায়ের করতে খার থানায় পৌঁছেন। খার থানার পুলিশ জানিয়েছে, তারা পরে সমঝোতায় পৌঁছতে রাজি হয়েছে। পুলিশের ডেপুটি কমিশনার রাজ তিলক রৌশন (জোন ৯) বলেছেন, ‘বিষয়টি এখন সমাধান করা হয়েছে। উভয় পক্ষই লিখিতভাবে আমাদের জানিয়েছে যে তারা একে অপরের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চায় না।’
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Binodonmail.com