অনলাইন ডেস্ক :
সোমবার ১১ জুলাই কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বঙ্গবন্ধু হলরুমে ভৈরব সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের বার্ষিক সভা ও ঈদ পুনর্মিলনী ২০২২ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের মাননীয় বিচারপতি জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন বাদল।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনের উপদেষ্টা ময়মনসিংহ বিভাগীয় জেলা জজ জনাব মোঃ হেলাল উদ্দিন, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জনাব মোঃ সাখাওয়াত হোসেন খান, বাংলাদেশ কর বিভাগের অতিরিক্ত কমিশনার জনাব মোঃ মাসুদ রানা, বিভাগীয় প্রধান সিলেট মেডিকেল কলেজের অধ্যাপক জনাব ডাঃ মোখলেছুর রহমান। এছাড়া উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভৈরব চাকুরীজীবি ঐক্য পরিষদ সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যবৃন্দরা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক জনাব মোঃ গোলাম মোস্তফা। উক্ত অনুষ্ঠানে সংগঠনের পরিচালনা পরিষদের জন্য সভাপতি নির্বাচিত হন মোঃ গোলাম মোস্তফা, অতিরিক্ত মহাপরিচালক বাংলাদেশ ডাক বিভাগ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন জনাব শফিউল্লাহ তপন, সিনিয়র সহকারী সচিব, রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়।
উল্লেখ্য, মো. গোলাম মোস্তফা তৃতীয়বারের মতো সভাপতি হন।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন বাদল নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Binodonmail.com