অনলাইন ডেস্ক :
জীবনের শেষ দিন পর্যন্ত সমাজে পিছিয়ে পড়া মানুষদের সেবায় নিজের জীবন অতিবাহিত করেছিলেন আলবেনিয়া থেকে ভারতে আসা নারী মাদার তেরেসা। ২৬ আগস্ট, ২০২৫ ছিল সেই মহিয়সী নারীর ১১৫তম জন্মদিন। ১৯১০ সালের এই দিনে আলবেনিয়ার স্কোপেজ শহরে তার জন্ম। মাদার তেরেসার জন্মদিন উপলক্ষে ‘বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি’র উদ্যোগে তার স্মরণে আলোচনা ও ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড’-এর আয়োজন করে।
এ বছর মাদার তেরেসা অ্যাওয়ার্ড-২০২৫ এ শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে ভূষিত হলেন রাজীব মণি দাস। যিনি একাধারে গীতিকার, উপন্যাসিক ও নাট্যকার হিসেবে সুপরিচিত। সম্প্রতি রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় রাজীব মণি দাস-এর হাতে শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কার তুলে দেন স্বনামধন্য চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ (জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত) ও সৈয়দ মার্গুব মোর্শেদ।
রাজীব মণি দাস বলেন, ‘মাদার তেরেসা ছিলেন মানবতার এক মূর্ত প্রতীক, উজ্জ্বল নক্ষত্র। সমাজ পরিবর্তনে যার অবদান অনস্বীকার্য। মাদার তেরেসার কর্ম-জীবনী আমাদের সকলের জন্য অনুপ্রেরণা যোগ্য।’ পুরস্কার প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘পুরস্কার যে কোনো কাজের স্বীকৃতি স্বরূপ। আজকের এই পুরস্কার আমি সেই মহান মহিয়সী নারী মাদার তেরেসাকে উৎসর্গ করলাম।’
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ, পুলিশের অতিরিক্ত আইজিপি সরদার তমিজউদ্দীন আহমেদ, সালাম মাহমুদ (নির্বাহী সম্পাদক, দৈনিক গণকণ্ঠ) ইঞ্জি. বুলবুল আহমেদ, সাংবাদিক আব্দুল মালেক (দৈনিক যুগান্তর), আলী আশরাফ আখন্দ, বিপ্লব শরীফ প্রমুখ ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী।
মাদার তেরেসার অন্যতম উক্তি- ‘বিশ্ব শান্তি প্রচারে তুমি কী করতে পারো, বাড়ি গিয়ে নিজের পরিবারকে ভালোবাসো।’ ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Binodonmail.com