
অনলাইন ডেস্ক :
বর্তমান সময়ের সামাজিকমাধ্যমে তুমুল জনপ্রিয় নাগরিক কিলি পল ও নিমা পল। তারা সম্পর্কে ভাই-বোন। বলিউডের জনপ্রিয় গানে নেচে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নেটজনার নজর কাড়েন তারা।
এবার সেই কিলি পল ছুটে এলেন ভারতে। এখানেই শেষ নয়, তার প্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সঙ্গে জমিয়ে নাচলেন এই তারকা। যার ভিডিও এখন সামাজিকমাধ্যমে ভাইরাল। আসলে পল রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’-এর মঞ্চে হাজির হয়েছিলেন কিলি। আর সেই মঞ্চে একসঙ্গে নাচেন কিলি-মাধুরী। কালার টিভির ইনস্টাগ্রামে ‘ঝলক দিখলা যা’ শোয়ের প্রোমো প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায়, বিচারক মাধুরী কিলি পলের সঙ্গে নাচ করার প্রস্তাব দেন। আর এতে অবাক হয়ে যান কিলি। তারপর ‘আনজাম’ সিনেমার ‘চানে কি খেত মে’ গানে একসঙ্গে জমিয়ে নাচেন কিলি ও মাধুরী। এসময় দর্শক থেকে বিচারক সবাই কিলির নাচের স্টেপে মুগ্ধতা প্রকাশ করেন। মাধুরী ছাড়াও এদিন বিচারকের আসনে ছিলেন নোরা ফাতেহি, নীতু সিং। নোরা ফতেহিকেও মঞ্চে উঠে কিলির সঙ্গে নাচতে দেখা যায়।
